সাংবাদিক শাহজাহান কমর আর নেই (৬৫)। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দৈনিক আমাদের সময়ের মফস্বল সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন । সাংবাদিক শাহজাহান কমর রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার ভোর ৪টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, ভাই-বোন, আত্মীয়সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শাহজাহান কমরের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে দৈনিক আমাদের সময়ের পরিবার।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গ্রামতলা গ্রামের মরহুম সিদ্দেক আলীর সন্তান শাহজাহান কমর সিলেট থেকে প্রকাশিত সাপ্তাহিক জৈন্তাবার্তা পত্রিকার প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এরপর সিলেটের ডাক, তৎকালীন বাংলাবাজার পত্রিকার জিএম শফিকুল ইসলাম লুতুর হাত ধরে ১৯৯৬-৯৭ সালের দিকে জাতীয় দৈনিক বাংলাবাজার পত্রিকা এবং জীবনের শেষ সময় পর্যন্ত আমাদের সময় পত্রিকার মফস্বল সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাত ভাই ও তিন বোনের মধ্যে ষষ্ঠ ছিলেন।
শাহজাহান কমরের মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যান আমাদের সময়ের সাংবাদিকরা। হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ সকালে নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়িতে। মরদেহের সঙ্গে যান আমাদের সময়ের জ্যেষ্ঠ সহসম্পাদক আবুল হাসান হৃদয় ও সহসম্পাদক মো. আখতারুজ্জামান, ময়মনসিংহে কর্মরত নিজস্ব প্রতিবেদক মো. নজরুল ইসলাম, হবিগঞ্জ প্রতিনিধি রুহুল হাসান শরীফ, শরীয়তপুর প্রতিনিধি রোমান আকন্দ, মৌলভীবাজার প্রতিনিধি চৌধুরী ভাস্কর হোমসহ আরও কয়েকজন সহকর্মী।
গ্রামের বাড়িতে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বিকাল ৫টা ১৫ মিনিটে গ্রামতলা (কালিবাড়ী) কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় বিয়ানীবাজার উপজেলার কালাইউড়া গ্রামের সোনাতলা মাঠে। এরপর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাজায় অংশ নেন বড়লেখা উপজেলা জামায়াতের আমির এমাদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলামসহ সর্বস্তরের মানুষ।
শাহজাহান কমরের রুহের মাগফিরাত কামনায় ময়মনসিংহের মাসকান্দায় জামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসায় কোরআনখানি এবং বৃহস্পতিবার বাদ জোহর বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মুফতি মো. আবুল বাশার। নিজস্ব প্রতিবেদক মো. নজরুল ইসলাম কোরআনখানি ও দোয়ার আয়োজন করেন।
শাহজাহান কমরের মৃত্যুতে আমাদের সময় পরিবারে শোক নেমে আসে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন আমাদের সময়ের সম্পাদক আবুল মোমেন, নির্বাহী সম্পাদক মাঈনুল আলমসহ আমাদের সময় পরিবারের সাংবাদিক-কর্মচারীরা। এছাড়াও গভীর শোক জানিয়েছেন আমেরিকা প্রবাসী সাংবাদিক শফিকুল ইসলাম লুতু। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনাসহ তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।