ঈর্ষণীয়ভাবে জামায়াতের কার্যক্রম এগিয়ে যাচ্ছে

নূরুল ইসলাম বুলবুল
ডেস্ক রিপোর্ট
  ১১ এপ্রিল ২০২৫, ২০:১০

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যক্রম ঈর্ষণীয়ভাবে এগিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।
তিনি বলেন, আপসহীন রাজনৈতিক সংগঠন জামায়াতে ইসলামী। এই দল কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচার কিংবা প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্যবাদের সঙ্গে আপস করেনি। এ কারণে জামায়াতে ইসলামীর ওপর দেশি-বিদেশি নানামুখী ষড়যন্ত্র এবং জুলুম-নির্যাতন ও অপপ্রচার চালানো হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে ডেমরা মধ্য থানা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতে ইসলামীর আমির, সেক্রেটারি জেনারেলসহ শীর্ষ ১১ জন নেতাকে বিচারিক হত্যা করা হয়েছে। ৫ শতাধিক মামলায় দলের লক্ষাধিক নেতাকর্মীকে জুলুম-নির্যাতন করে জামায়াতকে নেতৃত্বশূন্য করার চেষ্টা করা হয়েছে। যারা আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীন কায়েম করতে চায়; যারা মানুষের অধিকার আদায়ে রাজপথে লড়াই করে, তাদের নিঃশেষ করা যায় না, যাবে না।
তিনি উপস্থিত নেতাদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেক এলাকার প্রতিটি ঘরে-ঘরে, প্রতিটি মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে। এটি জামায়াতে ইসলামীর দলীয় দায়িত্ব নয়, এটি মহান আল্লাহর নিদের্শিত দায়িত্ব। এ দায়িত্ব পালন করা ঈমানি দায়িত্ব।
ডেমরা পেশাজীবী বিভাগের সভাপতি অধ্যাপক জাকির হোসেনের সভাপতিত্বে ও থানা কর্মপরিষদ সদস্য মাওলানা এনামুল হকের পরিচালনায় গণসংযোগ পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী মোহাম্মদ কামাল হোসাইন, ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও ডেমরা জোনের সহকারী পরিচালক মোহাম্মদ আলী প্রমুখ।