বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নস্যাৎ প্রচেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এই মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার আহ্বায়ক ড. আজহারুল ইসলাম চঞ্চল এবং সদস্য সচিব প্রফেসর কাওসার হাসান টগর উপস্থিত ছিলেন।
এসময় প্রফেসর কাওসার হাসান বলেন, ‘পতিত ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ গোষ্ঠীর সরাসরি হস্তক্ষেপে গভীর রাতে নির্মিতব্য-প্রতীকী ফ্যাসিবাদী মুখাবয়বে আগুন ধরিয়ে দেয়। পাশে থাকা কবুতরের মোটিভটিও পুড়ে যায়। আমরা চারুশিল্পীরা এতে দমে যাইনি। বরং দ্বিগুণ উৎসাহে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা আয়োজনের দিকে এগিয়ে যাচ্ছি। পহেলা বৈশাখ সকাল ৮টায় এই শোভাযাত্রায় উৎসাহ উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করবেন।’