নির্বাচনের তারিখ নিয়ে ধোঁয়াশা গণ-অভ্যুত্থানের চেতনা পরিপন্থি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না। রোববার (১৩ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ভাসানী অনুসারী পরিষদের প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি কাদের সুবিধা দিতে এটি করা হচ্ছে সে বিষয়েও প্রশ্ন তোলেন।
সালাহউদ্দিন বলেন, প্রধান উপদেষ্টা (নির্বাচনের সময় নিয়ে) জুন-ডিসেম্বরের মধ্যে আসা-যাওয়া করছেন। এক জায়গায় স্থির থাকতে পারছেন না কেন? এ রকম শিফটিং জাতি এবং আন্তর্জাতিক পর্যায়ে ভালোভাবে নেওয়া হবে না।
সামাজিক যোগাযোগমাধ্যম এখন রাষ্ট্র পরিচালনার প্যারালাল হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, আন্দোলনের মধ্যদিয়ে সরকার পরিবর্তন হয়েছে। তবে একটা নির্বাচিত সরকারের রিপ্লেসমেন্ট তো আপনারা হতে পারেন না।
‘রাস্তার মানুষ বলছে, এই সরকার আরও পাঁচ বছর থাকুক’ স্বরাষ্ট্র উপদেষ্টা এমন বক্তব্যে সালাহউদ্দিন বলেন, তার (স্বরাষ্ট্র উপদেষ্টার) পদত্যাগ চেয়ে যে সমালোচনা হচ্ছে এটা কী তিনি শোনেন না।
নির্বাচনের কথা বললেই বিভিন্ন মাধ্যমে সমালোচনা হচ্ছে জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রের উল্টোপথে যাত্রা দেশের জন্য শুভ হবে না। দেশের মানুষ দ্রুত ভারসাম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ফিরে পাবে।
জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
ভাসানী অনুসারী পরিষদের (ভাসানী জনশক্তি পার্টি) আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে জাতীয় প্রতিনিধি সম্মেলনে অন্যদের মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রন, পারভীন নাসের খান ভাসানী প্রমুখ বক্তৃতা করেন।