প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংস্কার আলোচনা চলছে। রাজনৈতিক দলগুলোই চূড়ান্ত আলোচনা শেষে কম বা বেশি সংস্কার সম্পর্কে সিদ্ধান্ত নেবে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বর কিংবা জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ (মঙ্গলবার) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।
প্রেস সচিব বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে ডায়ালগ হচ্ছে তার ওপর সংস্কার কম না বেশি- এ পুরো বিষয়টা নির্ভর করবে।
শফিকুল আলম আরও বলেন, দলগুলো যে বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছাবে তার ওপর নির্ভর করবে আমরা কতটুকু সংস্কার করতে যাচ্ছি। যদি এমন হয় আমরা ২০০টা সংস্কার করবো, ১০টি এখন করবো বাকিটা যারা রাজনৈতিক সংস্কার আসবে তারা করবে।