পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এক্সপ্রেসওয়েতেও ছড়িয়েছে যানজট, ভোগান্তিতে নগরবাসী

ডেস্ক রিপোর্ট
  ১৬ এপ্রিল ২০২৫, ২৩:১০

ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সড়ক অবরোধের ফলে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। যানজট ছড়িয়ে পড়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও।
বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে সাত রাস্তা মোড়ে অবস্থান নিয়ে এ বিক্ষোভ শুরু করেন তারা।
সরেজমিনে দেখা গেছে, তেজগাঁওয়ে সড়ক অবরোধের ফলে মহাখালী, বনানী, গুলশান, মগবাজার, কারওয়ানবাজার, ফার্মগেট, আগারগাঁও, মিরপুরসহ বেশ কিছু এলাকায় যানবাহন থমকে রয়েছে।
ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
তেজগাঁও সাত রাস্তায় বড় কোনো গাড়ি প্রবেশ করতে পারছে না। শিক্ষার্থীরা সাত রাস্তার মোড়ে চতুর্কদিক থেকে ব্যারিকেড দিয়ে রেখেছে। মোটরসাইকেলও পার হতে পারছেন না সাত রাস্তা।
ফার্মগেটে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়েকে মগবাজারের বাসায় মোটরসাইকেলে যাচ্ছিলেন দিলীপ কুমার। তাকে সাত রাস্তায় আটকে দেয় শিক্ষার্থীরা। কোনোভাবেই তাকে যেতে দেয়নি শিক্ষার্থীরা।
দীর্ঘক্ষণ মহাখালী রেলগেটে আটকে রয়েছে কয়েকশো গাড়ি। আলিফ পরিবহনের চালক ইয়াছিন কাজী জানান, প্রায় দুই ঘণ্টা ধরে একই জায়গায় বসে আছি। কিন্তু গাড়ি একটুও নড়েনি। সবদিক রাস্তা বন্ধ। যাত্রীরা বাস থেকে নেমে গেছে।
এক্সপ্রেসওয়েতেও ছড়িয়েছে যানজট, ভোগান্তিতে নগরবাসী
জানতে চাইলে তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রফিকুল ইসলাম বলেন, সড়কের অবস্থা খারাপ। যান চলাচল বন্ধ করে দিয়েছে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা। চারদিকে যানজট। আমাদের ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ করছেন। শিক্ষার্থীরা উঠে গেলেই কেবল সচল সড়ক হবে।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ছয় দফা দাবিতে রাজধানীর সাত রাস্তায় সড়ক অবরোধ করেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আমরা বলেছি, তোমাদের মধ্য থেকে কয়েকজন চলো সচিবালয়ে, শিক্ষা উপদেষ্টার কাছে তোমাদের দাবিগুলো পৌঁছে দিই। তারা রাজি হয়নি।