ছয় দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে সচিবালয়ে ডেকে নাটকীয় বৈঠক করা হয়েছে বলে অভিযোগ করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। নাটকীয় এ বৈঠক ও কুমিল্লা পলিটেকনিকে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল কর্মসূচির ঘোষণা করেছেন তারা।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী-বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকাসহ সারাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে মশাল মিছিল করবে শিক্ষার্থীরা।
বিকেল সাড়ে ৫টার দিকে পলিটেকনিক শিক্ষার্থীদের অফিসিয়ালি ফেসবুক পেজ ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশে’ দেওয়া এক পোস্টে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
ফেসবুক পোস্টে বলা হয়, আজকের নাটকীয় বৈঠক এবং গতকালের কুমিল্লা বিভাগীয় পলিটেকনিকসমূহে আক্রমণের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে মশাল মিছিল কর্মসূচি পালন করার জন্য আহ্বান করা হলো।
এর আগে দুপুরে সচিবালয়ে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের একজন অতিরিক্ত সচিবের সঙ্গে বৈঠক করেন শিক্ষার্থীরা। সেখানে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।