বৈঠকের নামে প্রতারণার প্রতিবাদে কারিগরি শিক্ষার্থীদের মশাল মিছিল

ডেস্ক রিপোর্ট
  ১৭ এপ্রিল ২০২৫, ২২:০৪

শিক্ষা মন্ত্রণালয়ে ডেকে নাটকীয় বৈঠকের নামে প্রতারণা এবং কুমিল্লায় আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছেন পলিটেকনিক (কারিগরি) ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ ব্যানারে এ মিছিল শুরু করেন তারা। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের ডাকে সারা দেশের সব সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে এ কর্মসূচি করছেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, সরকার তথা শিক্ষা মন্ত্রণালয় তাদের আলোচনায় ডেকে প্রতারণা করেছে। শিক্ষা উপদেষ্টা তাদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েও উপস্থিত ছিলেন না। কোনো সচিবও তাদের বৈঠকে থাকেননি। এ কারণে তারা প্রতারিত হয়েছেন বলে দাবি করছেন।
তারা জানান, নাটকীয় বৈঠকে প্রতারণা ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তারা মশাল মিছিল করছেন। আগামীতে দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি দেবেন তারা।
জানা যায়, ছয় দফা দাবিতে প্রায় দেড় মাস ধরে ধারাবাহিক কর্মসূচি করছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিক থেকে রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। তাদের সঙ্গে সংহতি জানিয়ে সারাদেশে জেলায় জেলায় সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা।
দিনভর বিক্ষোভ-অবস্থানের পর সন্ধ্যায় শিক্ষার্থীরা ঘোষণা দেন বৃহস্পতিবার সকাল থেকে তারা সারাদেশে রেলপথ ব্লকেড কর্মসূচি করবেন। তবে রাতে সরকারের পক্ষ থেকে আহ্বান জানানোয় তারা কর্মসূচি সাময়িক শিথিল করেন।
এরপর বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বৈঠক করতে যান তারা। কিন্তু সেখানে উপদেষ্টা ও সচিবরা কেউই ছিলেন না। শিক্ষার্থীদের সঙ্গে স্বল্প সময়ের বৈঠকে বসেন একজন অতিরিক্ত সচিব। আলোচনা ফলপ্রসূ না হওয়ায় সেখান থেকে বেরিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
বিষয়টি নিয়ে জানতে চাইলে কারিগরি ছাত্র আন্দোলনের নেতা জুবায়ের পাটোয়ারী জাগো নিউজকে বলেন, শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা-সাক্ষাৎ, কথা-বার্তা কিছুই হয়নি। সচিবরাও ছিলেন না। আমাদের সঙ্গে সরকারের তরফ থেকে স্পষ্টতই প্রতারণা করা হয়েছে। আমরা পলিটেকনিক শিক্ষার্থীরা প্রতারিত হয়েছি।
এদিকে, বিকেল সাড়ে ৫টার দিকে পলিটেকনিক শিক্ষার্থীদের অফিসিয়াল ফেসবুক পেজ ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’-এ দেওয়া এক পোস্টে বৃহস্পতিবার সন্ধ্যায় সারাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে মশাল মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়।