নানান বেশে নতুন আঙ্গিকে ফিরে আসার চক্রান্ত করছে আওয়ামী লীগ

মুহাম্মদ রেজাউল করিম
ডেস্ক রিপোর্ট
  ১৮ এপ্রিল ২০২৫, ২৩:১৫

নানান রূপ ও বেশ ধরে আওয়ামী লীগ নতুন আঙ্গিকে ফিরে আসার চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম।
তিনি বলেন, স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আওয়ামী বাকশালি সরকারের পতন হলেও তারা এখনো নানানভাবে সক্রিয় ও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা বিভিন্ন রূপ ও বেশ ধরে নতুন আঙ্গিকে ফিরে আসার চক্রান্ত চালাচ্ছে। তারা অর্জিত বিজয়কে নস্যাৎ ও বিপ্লবী সরকারকে ব্যর্থ করার জন্য গভীর চক্রান্তে মেতে উঠেছে।
শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানীর মুনসুরাবাদ ও আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে গণসংযোগ শেষে এক পথসভায় এসব কথা বলেন তিনি।
ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, স্বাধীনচেতা ও আত্মসচেতন জনগণ তাদের (আওয়ামী লীগের) এসব ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে। অর্জিত বিজয়কে অর্থবহ ও টেকসই করতে বৃহত্তর জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, জামায়াত একটি গণমুখী ও আদর্শবাদী রাজনৈতিক সংগঠন। আমরা গণমানুষের মুক্তি ও কল্যাণের জন্যই নিরলস কাজ করে যাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন আদাবর থানা জামায়াতের আমির আল আমিন সবুজ, নায়েবে আমির হাসান আব্দুল্লাহ সাকিব, সহকারী সেক্রেটারি ইমরান হাসান তারিফ, মুনসুরাবাদ ওয়ার্ড সভাপতি গোলাম মোস্তফা, পিসিকালচার ওয়ার্ড সভাপতি আবুল বাশার প্রমুখ।