রাজধানীর ডেমরার মীরপাড়া পাইটি এলাকায় গলায় ফাঁস নিয়ে মিনা আক্তার (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।
শনিবার (১৯ এপ্রিল) বিকেলে তাকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মিনা আক্তার ডেমরার মীরপাড়া পাইটি এলাকার মো. আল-আমিন মোল্লার মেয়ে। স্থানীয় এক স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছিল সে।
মিনা আক্তারের চাচা হাসান মোল্লা বলেন, আমার ভাতিজি এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। এখন পর্যন্ত তিনটি পরীক্ষা হয়েছে, সামনে গণিত পরীক্ষা। গণিত পরীক্ষা নিয়ে সে অতিরিক্ত টেনশনে ছিল। ধারণা করছি ওই টেনশন থেকেই সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ডেমরার এক শিক্ষার্থী গলায় ফাঁস নিলে আত্মীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।