আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বৃহত্তর রাজনৈতিক ঐক্য গঠনের উদ্যোগ নিয়েছে বিএনপি। এই প্রক্রিয়ার অংশ হিসেবে সিপিবি ও বাসদের শীর্ষ নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে অংশ নিয়েছে দলটি।
রোববার (২০ এপ্রিল) বিকেল ৪টা ৫ মিনিটে রাজধানীর বনানীর একটি হোটেলে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে বিএনপির লিয়াজোঁ কমিটির প্রধান আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপস্থিত রয়েছেন।
বাম জোটের পক্ষে বৈঠকে অংশ নিয়েছেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ এবং কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘এটি প্রথম অনানুষ্ঠানিক বৈঠক। আপাতত আলাপ-আলোচনার পর্যায়ে আছে।’
বৈঠক সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আলোচনার পরিবেশ গোপন রাখতে কোনো ছবি বা ভিডিও তোলার সুযোগ দেওয়া হয়নি।
সূত্র আরও জানায়, ডিসেম্বরের মধ্যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আদায়ের লক্ষ্যে বিএনপি বাম ও প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।