প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নতুন বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সুফিউর রহমান। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন।
সুফিউর রহমানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী নিয়োগ দিয়ে রোববার (২০ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রুলস অব বিজনেস অনুযায়ী, পররাষ্ট্র উপদেষ্টাকে সহায়তা করতে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, বিশেষ সহকারী পদে থাকাকালে সুফিউর রহমান প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষাঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।
সুফিউর রহমান বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। গত আওয়ামী লীগের শাসনামলে তিনি চার দেশে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন। তিনি ১৯৯১ সালের জানুয়ারিতে সরকারি চাকরিতে যোগ দেন।
সুফিউর রহমান ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জেনেভার জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন। ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় কয়েকটি দেশে বাংলাদেশের হাই-কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত তিনি মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত শ্রীলঙ্কায় বাংলাদেশের হাই-কমিশনার ছিলেন তিনি। সুফিউর রহমান অবসরে যাওয়ার পর গত বছরের জুলাই থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স’র (এসআইপিজি) সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে কাজ করছিলেন।