জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে স্থিতিশীলতা ফিরবে না

আমিনুল
ডেস্ক রিপোর্ট
  ২১ এপ্রিল ২০২৫, ২৩:২৭

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, সংস্কার চলবে সংস্কারের মতো, কিন্তু নির্বাচন হতে হবে ডিসেম্বরের মধ্যেই। তিনি বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে দেশে স্থিতিশীলতা ফিরবে না।
সোমবার (২১ এপ্রিল) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর বনানী থানা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা দলের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আমিনুল বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের আট মাস পার হলেও এখনো দেশ চলছে অনির্বাচিত সরকারের হাতে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতেও স্থিতিশীলতা আসেনি। স্বৈরাচারের দোসররাই এখনো রাষ্ট্রের নানা জায়গায় বসে আছে।
তিনি আরও বলেন, সরকারের একটি মহল বুঝে গেছে যে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি-ই ক্ষমতায় আসবে। সেজন্যই নির্বাচনী প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে।
অন্তর্বর্তী সরকারের কিছু সদস্যকে ইঙ্গিত করে তিনি বলেন, আপনারা যদি দুর্নীতি করেন, বিচার এ দেশের মাটিতেই হবে। কেউ পার পাবেন না।
গত ৫ আগস্ট বিএনপির সমাবেশের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেদিন মানুষ তাদের ১৫ বছরের ক্ষোভ প্রকাশ করেছে। মানুষ ভোটাধিকার ও গণতন্ত্র ফিরে পেতে চায়।
অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাকসহ মহানগর ও থানা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আজকের খেলায় বনানী থানা ৩-১ গোলে জয় লাভ করে।