যাত্রাবাড়ীতে ভবনের গেটে ঝুঁলেছিল পুলিশ সদস্যের মরদেহ

ডেস্ক রিপোর্ট
  ২৮ এপ্রিল ২০২৫, ২২:১৬

রাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জ এলাকার একটি ভবন থেকে হুমায়ুন কবির (৪০) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ডিএমপির যানবাহন শাখায় কর্মরত ছিলেন।
নিহত হুমায়ুন দয়াগঞ্জে একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন। তার বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানা এলাকায়।
সোমবার (২৮ এপ্রিল) সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যায় যাত্রাবাড়ী থানা পুলিশ। পরে বিকেলে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, আমরা সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখতে পাই বাড়ির নিচতলায় গেটের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে ওই পুলিশ সদস্যের মরদেহ। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে আসেন।
ওসি বলেন, তিনি নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নাকি তাকে অন্য কেউ গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখেছে তা এখনো জানতে পারিনি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান বলেও জানান ওসি কামরুজ্জামান তালুকদার।