হবিগঞ্জ

টেকনিশিয়ানের সই জাল করে রিপোর্ট দেওয়ায় ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

ডেস্ক রিপোর্ট
  ০৩ মে ২০২৫, ২৩:১৯

হবিগঞ্জে নানা অভিযোগে মায়ের হাসি নামে একটি ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩ মে) বিকেলে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার রনজিৎ চন্দ্র দাস।
আদালত সূত্র জানায়, শহরের কোর্ট স্টেশন রোড এলাকার মায়ের হাসি ডায়াগনস্টিক সেন্টারে ল্যাব টেকনিশিয়ানের স্বাক্ষর জাল করে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট দেওয়ার অভিযোগের সত্যতা মেলে। এতে ওই হাসপাতাল মালিককে দেড় লাখ টাকা জরিমানা করে সেটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
অভিযানকে সহায়তা করেন, জেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ডা. মদিনা ও সেনাবাহিনীসহ হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ।
এ বিষয়ে সহকারী কমিশনার রনজিৎ চন্দ্র দাস বলেন, জেলা প্রশাসকের নির্দেশে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।