জাতির নেতৃত্ব দেওয়ার জন্য মানসিক স্থিতিশীলতা অতীব জরুরি

সাদিক কায়েম
ডেস্ক রিপোর্ট
  ১১ মে ২০২৫, ২১:৪১

দেশের রাজনীতি নিয়ে নানা আলোচনার মধ্যে সন্ধ্যায় হুট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম। 


রোববার (১১ মে) সন্ধ্যা ৮টায় নিজের আইডে দেওয়া পোস্টে সাদিক কায়েম লিখেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির মানসিক সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করছি। জাতির নেতৃত্ব দেওয়ার জন্য শারিরীক সুস্থতার পাশাপাশি মানসিক স্থিতিশীলতাও অতীব জরুরি। দেশবাসীকে অসুস্থ ব্যক্তিদের প্রতি সদয় ও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানাই।
২০ মিনিটের মধ্যে এই পোস্টে রিয়েকশন এসেছে ১৯ হাজার। কমেন্টে প্রায় আড়াই হাজার মানুষ ইতিবাচক ও নেতিবাচক নানা মন্তব্য করেছেন।