জাতীয় সংগীত গেয়েই ‘অবমাননার’ প্রতিবাদ জানালেন শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট
  ১২ মে ২০২৫, ২৩:১৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচি

গত শনিবার শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলা আন্দোলনে জাতীয় সংগীত অবমাননার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে তারা ওই ঘটনার প্রতিবাদ জানান।
সোমবার (১২ মে) সন্ধ্যা ৭টার দিকে টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে তারা জাতীয় সংগীত পরিবেশন করেন।
এর আগে শিক্ষার্থীরা ‘তুমি কে, আমি কে, বাংলাদেশি বাংলাদেশি’, ‘আমার সোনার বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’, ‘আমার সোনার বাংলায়, দেশদ্রোহীদের ঠাঁই নাই’, ‘পাকিস্তানের দালালেরা, হুঁশিয়ার সাবধান’-সহ বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচিতে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্র মৈত্রীসহ বিভিন্ন বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক বিএম কাউসার জানান, শনিবার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে আন্দোলনরত অবস্থায় জাতীয় সংগীত পরিবেশন বন্ধ করে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচির আয়োজন করেছে।
কাউসার বলেন, ৭১ এর স্বাধীনতার মধ্যদিয়ে আমরা একটা দেশ পেয়েছি, পতাকা পেয়েছি, মানচিত্র পেয়েছি। তাই, যারা ৭১ কে অস্বীকার করতে চা, জাতীয় সংগীতকে অস্বীকার করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের এ প্রতিবাদ। আমরা বলতে চাই, এ দেশের মানুষ স্বাধীনতার পক্ষে সবসময় ছিল, আছে এবং থাকবে।