সিলেট নগরের রিকাবীবাজার এলাকায় আওয়ামী লীগের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে বেধড়ক পেটানোর পর পুলিশে সোপর্দ করেছে একদল ব্যক্তি। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ওই চেয়ারম্যানের নাম নির্মলেন্দু দাশ ওরফে রানা। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউপি চেয়ারম্যান। এ ছাড়া তিনি নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
পুলিশ জানিয়েছে, নির্মলেন্দু রিকাবীবাজার এলাকার ফাতেমা রেস্টুরেন্টে খেতে যান। এ সময় একদল লোক তাঁকে পাকড়াও করে বেধড়ক মারধর করেন। পরে পুলিশের কাছে তাঁকে সোপর্দ করেন তাঁরা। পিটুনিতে নির্মলেন্দু রক্তাক্ত হন। তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। পুলিশ নির্মলেন্দুকে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
গতকাল রাত পৌনে ১১টার দিকে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গত বছরের ৫ আগস্টের পর থেকে নির্মলেন্দু পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে নবীগঞ্জ থানায় পুরোনো একটি মামলা আছে। এ ছাড়া আর কোনো মামলা আছে কি না, সেটা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। তবে তিনি কীভাবে ও কতটুকু আহত হলেন, সেটা চিকিৎসকের সঙ্গে আলাপ শেষে পরে বলা যাবে।