‘পঁচাত্তরের খুনিদের দোসররা দেশবিরোধী ষড়যন্ত্র করছে’

নিজস্ব সংবাদদাতা
  ০২ আগস্ট ২০২২, ২১:৫৮

‘মুক্তিযুদ্ধের চেতনা নস্যাৎ করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুর খুনি ও যুদ্ধাপরাধীদের বিচারে জাতি কলঙ্কমুক্ত হয়েছে। তবে পঁচাত্তরের খুনিদের দোসররা এখন দেশবিরোধী ষড়যন্ত্র করছে’ বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী বীর প্রতীক গোলাম দস্তগীর গাজী। বলেন, ‘পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করে সোনার বাংলার স্বপ্নকেও খুন করা হয়েছিল।’
মঙ্গলবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়।
বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে দেশকে পিছিয়ে দেওয়া হয়েছে উল্লেখ করে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘পঁচাত্তরে ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাধ্যমে দেশকে পিছিয়ে দেওয়া হয়েছিল। জাতির পিতাকে হত্যার সঙ্গে তার সোনার বাংলার স্বপ্নকেও খুন করা হয়েছিল।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ আরো অনেক বেশি এগিয়ে যেত। বাংলাদেশ তার সপ্নের সোনার বাংলা অর্জনের দ্বারপ্রান্তে পৌঁছে যেত।’
এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আয়োজনে আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম চৌধুরী অপু, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হারেজ, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আনছার আলী, যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন রাজিব, রূপগঞ্জ ইউনিয়ন মহিলা লীগের সভাপতি লাকি আক্তার প্রমুখ।