কাল ঢাকা মহানগরের সব থানায় স্মারকলিপি দেবে এনসিপি

ডেস্ক রিপোর্ট
  ১৬ জুলাই ২০২৫, ২৩:৫১

ঢাকা মহানগরের সব থানার সামনে একযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার (১৭ জুলাই) এ কর্মসূচি পালন করবে দলটি।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মশাল মিছিল শেষে এই কর্মসূচি ঘোষণা করা হয়। বিক্ষোভ মিছিলটি বাংলামোটর মোড় থেকে শুরু হয়ে কারওয়ান বাজার সার্ক ফোয়ারায় গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও ঢাকা মহানগর উত্তরের প্রধান সমন্বয়কারী আকরাম হোসাইন বলেন, এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষে আজ গোপালগঞ্জে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশকে ঘিরে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ বহুমুখী ষড়যন্ত্র করেছে। শুধু তাই নয়, জুলাই বিপ্লবীদের হত্যার উদ্দেশে তারা সারাদেশ থেকে লুকিয়ে থাকা নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী ও সশস্ত্র ক্যাডারদের গোপালগঞ্জে একত্র করতে থাকে।
তিনি আরও বলেন, আজকে যখন জুলাই পদযাত্রার বহর গোপালগঞ্জে পৌঁছে তখনই গাড়িবহরের ওপর সশস্ত্র হামলা করে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী ও ক্যাডাররা। জাতীয় নাগরিক পার্টি এই হুমকি ও হামলাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিপ্লবী গোপালগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে সমাবেশ সফল করে।‌ ঠিক তখনই তারা সমাবেশে সশস্ত্র হামলা করে। এতে দুজন কেন্দ্রীয় সংগঠক নির্মমভাবে আহত হন। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় জুলাই অভ্যুত্থানের বিপ্লবীরা আবারও রাজপথে নেমে আসবে এবং মুজিবাবাদের চিরস্থায়ী কবর রচনা করবে।
বিক্ষোভ মিছিল শেষে আগামীকাল (বৃহস্পতিবার) একযোগে মহানগর উত্তর ও দক্ষিণ এর প্রতিটি থানার সামনে বিকেল ৪টায় প্রতিবাদী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করেন আকরাম হোসাইন।
এ সময় কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণের প্রধান সমন্বয়কারী নিজাম উদ্দিন বলেন, আজকে যে হামলা হয়েছে তা মুজিবাবাদী চরিত্রের বহিঃপ্রকাশ। আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ হওয়ার পরেও এখন পর্যন্ত তারা কীভাবে এমন সশস্ত্র ক্যাডারদের দিয়ে হামলা করে তা আমাদের নতুন করে ভাবাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার এই দায় কখনোই এড়াতে পারে না। নিষিদ্ধ আওয়ামী লীগকে গ্রেফতার ও বিচারের আওতায় না আনতে পারলে ছাত্র জনতা আবারও জুলাই কায়েম করবে।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক এস এম শাহরিয়ার বলেন, জুলাইয়ের সন্তানদের ওপর হামলার মধ্য দিয়ে প্রমাণিত হলো এখনো আমরা জুলাই গণহত্যার জন্য আওয়ামী লীগের বিচার শুরুই করতে পারিনি। ইন্টেরিম আজকের ঘটনায় নিরাপত্তা দিতে সম্পূর্ন ব্যর্থ। তারা ভোটের নিরাপত্তা দেওয়ার জন্য মোটেও ফিট না।
দলের কেন্দ্রীয় সংগঠক ও ঢাকা মহানগর উত্তরের মোস্তাক আহমেদ শিশির বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী আওয়ামী লীগের এই হামলার মাধ্যমে পুনরায় ফ্যাসিবাদের আস্ফালন মাথাচাড়া দিয়ে উঠতে চায়। জুলাই ছাত্র জনতা যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত সন্ত্রাসী লীগের এই আস্ফালন সহ্য করা হবে না।
ঢাকা মহানগর উত্তর এর দপ্তর সমন্বয়কারী এম এম শোয়াইব এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে আরও বক্তব্য দেন মহানগর ও থানার নেতারা।