সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম রাজশাহীতে ১২৩ চাঁদাবাজের তালিকা প্রকাশের ঘটনায় বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী শাখা।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজশাহী মহানগরের সহকারী সেক্রেটারি মো. শাহাদৎ হোসাইন এই বিবৃতি পাঠায়। এতে বলা হয়, তালিকায় যাদের নাম বলা হচ্ছে, তাদের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির মাওলানা ড. কেরামত আলী ও সেক্রেটারি মু ইমাজ উদ্দিন মন্ডলের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১২৩ চাঁদাবাজের তালিকাটি কতটুকু নির্ভরযোগ্য সেটা নিয়ে প্রশ্ন রয়েছে, কারা করেছেন সেটা উল্লেখ নেই। এছাড়া তালিকায় যাদের নামের পাশে জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্টতার কথা উল্লেখ করা হয়েছে, তাদের জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই। তারা কোনো পর্যায়ের জনবল না।
অভিযুক্তদের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই দাবি করে দলটি বলছে, জামায়াতে ইসলামীর কেউ চাঁদাবাজি করে না, কাউকে চাঁদাবাজি করতে দেবে না। চাঁদাবাজির বিরুদ্ধে জামায়াতে ইসলামী সর্বদা সোচ্চার এবং অবস্থান কঠোর।