আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণের অভিযোগে মেজর সাদেক সেনা হেফাজতে

ডেস্ক রিপোর্ট
  ৩১ জুলাই ২০২৫, ২৩:৩৪

আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মেজর সাদেকুল হক সাদেক নামে এক সেনাকর্মকর্তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস ‘এ’-তে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সেনাসদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা।
তিনি বলেন, ‘মেজর সাদেকের বিষয়টি আমাদের নজরে এসেছে। যদিও বিষয়টি তদন্তাধীন আছে, তারপরেও আমি বলব, যে এরকম একটা ঘটনার কথা জানার পরে সেনাবাহিনী হেফাজতে আছে এবং তদন্ত চলমান আছে। তদন্তে তার দোষ প্রমাণ হলে নিঃসন্দেহে সেনাবাহিনীর প্রচলিত নিয়মে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যেহেতু বিষয়টি তদন্তাধীন আছে এর বেশি এ মূহূর্তে বলা আমার মনে হয় সমীচীন হবে না।’
মেজর সাদেক কক্সবাজারের রামু সেনানিবাসে ৩৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। গত ৫ মাস ধরে তিনি তার কর্মস্থলে অনুপস্থিত ছিলেন বলে অভিযোগ করা হয়। তার স্ত্রী পুলিশের এএসপি সুমাইয়া জাফরিন। তিনিও কয়েক মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত বলে অভিযোগ ওঠে। গত ৮ জুলাই বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন সেন্টার ভাড়া নিয়ে আওয়ামী লীগের ৪শ কর্মীকে প্রশিক্ষণ দেন। পরে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের একটি বাসা থেকে সস্ত্রীক মেজর সাদেককে আটক করা হয়।