মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
  ১৮ আগস্ট ২০২৫, ০১:১২


বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। 
বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় রবিবার (১৭ আগস্ট) রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তা করা হয়।  
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গুলশান এলাকা থেকে নাসির উদ্দীনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয় নেওয়া হবে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে মন্তব্য করেন তিনি।