লাখো রোহিঙ্গার সমাবেশে দাবি: নিরাপদ প্রত্যাবাসন চাই আমরা

ডেস্ক রিপোর্ট
  ২৫ আগস্ট ২০২৫, ২৩:১১

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশ অভিমুখী রোহিঙ্গাদের ‘অনিশ্চিত যাত্রা’ আজ ৮ বছর পূর্ণ করেছে। সোমবার (২৫ আগস্ট) উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দিনটিকে ‘রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবস’ হিসেবে পালিত হয়েছে।
সকাল থেকে দুপুর পর্যন্ত কমপক্ষে পাঁচটি পৃথক জায়গায় লাখো রোহিঙ্গার অংশগ্রহণে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় উখিয়ার রাজাপালংয়ের মধুরছড়া ৪নং রোহিঙ্গা ক্যাম্পের ফুটবল খেলার মাঠে কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সবচেয়ে বড় সমাবেশের উদ্বোধন হয়। এখানে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্যাম্প থেকে আগত এক লক্ষাধিক রোহিঙ্গা।
শিশু, যুবক ও নারীদের উপস্থিতিতে সমাবেশস্থলটি পরিপূর্ণ ছিল। অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন লেখা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে ছিলেন; যেমন – ‘We Want Justice’, ‘Arakan is Our Home’, ‘We Will Go Home, World Listen to Us’।
সমাবেশে বক্তব্য রাখেন এফডিএন রোহিঙ্গা রিপ্রেজেন্টেটিভ কমিটির মুখপাত্র মাস্টার কামাল। তিনি বলেন, আমরা যেকোনো মুহূর্তে ঘরে ফিরতে প্রস্তুত। বিশ্বকে আমাদের আকুতি শুনতে হবে। আমাদেরও মর্যাদা ও বেঁচে থাকার অধিকার আছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এটি নিশ্চিত করতে হবে।
এছাড়া ‘২৫ আগস্ট, আমরা যা দেখেছি’ শীর্ষক বক্তব্যে ২০১৭ সালের নৃশংসতার বিবরণ দেন রোহিঙ্গা তরুণ মোহাম্মদ সলিম, রফিক ও মাইয়ু ইসলাম।
তারা বলেন, এক কাপড়ে আমরা বহুদূর হেঁটে বাংলাদেশে প্রাণ বাঁচাতে এসেছি। আমাদের ওপর নৃশংস গণহত্যা চালানো হয়েছে, যা কখনো ভুলে যাওয়া সম্ভব নয়।
‘আমাদের যা প্রয়োজন’ শিরোনামে বক্তব্য রাখেন আব্দুল মোতালেব ও মোহাম্মদ সাদেক। তারা নিরাপত্তা, মর্যাদা ও প্রত্যাবাসনের মূল দাবির পাশাপাশি রোহিঙ্গাদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে ইংরেজিতে বক্তব্য রাখেন রোহিঙ্গা তরুণী জাহান নুর।
তিনি বলেন, রাখাইনে এখনো রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতন চালানো হচ্ছে। আরকান আর্মির হাতে আমাদের ভাই-বোনেরা প্রাণ হারাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে নিপীড়ন বন্ধে এগিয়ে আসতে হবে।
সমাবেশে রোহিঙ্গা গান ও তরুণদের কণ্ঠে ইংরেজি, বার্মিজ ও রোহিঙ্গা ভাষায় কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। মৌলভি আবদুল গণির আবেগাপ্লুত কণ্ঠে মোনাজাত দিয়ে সমাবেশ শেষ হয়। অংশগ্রহণকারীরা সৃষ্টিকর্তার কাছে সাহায্য চেয়ে অশ্রুসিক্ত প্রার্থনা করেন। উখিয়ার ৪নং রোহিঙ্গা ক্যাম্প ছাড়াও ১-ওয়েস্ট ও ৯নং ক্যাম্পে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পে সমাবেশ চলাকালে ইনানীর সমুদ্র সৈকতপাড়ের হোটেল বে-ওয়াচে রোহিঙ্গা বিষয়ক তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এ সময় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা সংকট সমাধানে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সাত দফা কর্মপরিকল্পনা প্রস্তাব করেন। এ সম্মেলনকে দেখা হচ্ছে ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে অনুষ্ঠিতব্য উচ্চ পর্যায়ের রোহিঙ্গা বিষয়ক সম্মেলনের প্রস্তুতিমূলক আয়োজন হিসেবে। মঙ্গলবার (২৬) আগস্ট অংশগ্রহণকারীরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মধ্য দিয়ে সম্মেলন শেষ করবেন।