
গাজীপুরের টঙ্গী পূর্ব থানার টিঅ্যান্ডটি বাজার জামে মসজিদের খতিব মুফতি মুহিব্বুল্লাহ মাদানী ফের আলোচনায় এসেছেন। এবার তার বাসা থেকে পালানোর চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
বুধবার দুপুরে টিঅ্যান্ডটি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুফতি মুহিব্বুল্লাহ হঠাৎ বাসা থেকে দৌড়ে বের হয়ে পালানোর চেষ্টা করছেন। এ সময় পেছন থেকে তার ছোট ছেলে মুহাম্মাদুল্লাহ তাকে ধাওয়া করে ধরে ফেলে। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে স্থানীয়রা জড়ো হন এবং শেষ পর্যন্ত তার পালানোর চেষ্টা ব্যর্থ হয়। পরে তাকে চ্যাংদোলা করে বাসায় নিয়ে আসে।
এর আগে মুফতি মাদানী ‘অপহরণ নাটক’ সাজানোর অভিযোগে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েছিলেন। পঞ্চগড় থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হওয়ার পর তিনি স্বীকার করেছিলেন যে নিজেই সেখানকার উদ্দেশে গিয়েছিলেন এবং ঘটনার সময় ‘মানসিকভাবে স্বাভাবিক ছিলেন না’।