নির্বাচন ছাড়াই আওয়ামী লীগ আবার ক্ষমতায় বসতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করে বলেন, ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তারা পুনরায় পাতানো নির্বাচন করতে চায়। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ নির্বাচন কমিশনে গিয়ে বলেছে, আমরা ইভিএম চাই। কারণ এটি আমাদের চেতনার সঙ্গে জড়িত।’ এ প্রসঙ্গে ফখরুল বলেন, ইভিএম ছাড়া তারা জিততে পারবে না। ইভিএম হলো একটি জালিয়াতির যন্ত্র। আপনারা ভোট দেবেন ধানের শীষে, ভোট পড়বে নৌকায়।
পেশাজীবীরা দেশ ও মানুষের জন্য দায়িত্ব পালন করছেন উল্লেখ করে তিনি বলেন, দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তারা সংহতি প্রকাশ করেছেন। দেশের কী অবস্থা তা জানতে রিকশা চালকদের প্রশ্ন করুন যে তারা কীভাবে সংসার চালাচ্ছেন। শিক্ষকরা আজ সংসার চালাতে পারছেন না। কৃষকদের জিজ্ঞাসা করুন, তারা ভালোভাবে ফসল উৎপাদন করতে পারছেন কিনা। ছোট চাকরিজীবীরা আজ সংসার চালাতে হিমশিম খাচ্ছেন।
বিএনপি মহাসচিব বলেন, সরকার এখন ভদ্র হয়ে গেছে। আন্তর্জাতিক চাপে তারা এখন দেখাতে চায়, বিরোধী দলকে সভা-সমাবেশ করতে দিচ্ছে। তারা গণতন্ত্রে বিশ্বাসী। এটা এক ধরনের প্রতারণা। এই প্রতারণা তাদের চরিত্রের সঙ্গে মিশে গেছে। গত ১৩ বছরে তারা আমাদের ছয় শতাধিক নেতাকর্মীকে গুম করেছে। সহস্রাধিক নেতাকর্মীকে হত্যা করেছে। এরা বর্গীদের মতো ডাকাতি ও হামলা করছে। পাকিস্তানি হানাদার বাহিনীর মতো হামলা করছে।
ফখরুল বলেন, সরকার পরিকল্পিতভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে। ব্যাংকগুলো খালি করে দিচ্ছে। কিছুদিন আগে দেশকে সিঙ্গাপুর বলত, আর এখন দেশের রিজার্ভ তলানিতে।
বিশ্ব বাজারে তেলের দাম কমছে উল্লেখ করে তিনি বলেন, বেশি দামে তেল বিক্রি করে পেট্রোলিয়াম কোম্পানি টাকা মজুদ করেছে। আর বলেছে আমরা সমন্বয় করব। এখন বিশ্ব বাজারে তেলের দাম কমছে, আর আমাদের দেশে বাড়ছে। কই এখন সমন্বয় করছেন না কেন!