কুমিল্লায় গাড়ির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। বুধবার (১৭ আগস্ট) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার বদরপুর গ্রামের গফুর মিয়ার ছেলে আবদুর রাজ্জাক, কিংছুপুয়া গ্রামের হাশেম মিয়ার ছেলে লিমন ও দক্ষিণ ছুপুয়া গ্রামের সিফাত। তারা সবাই ছুপুয়া ছফরিয়া ফাজিল মাদরাসার দাখিল পরীক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক একেএম মনজুরুল হক আকন্দ।
তিনি জানান, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। বিস্তারিত পরে বলতে পারবো।