সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে চা শ্রমিকদের বিক্ষোভ

সিলেট সংবাদদাতা
  ২১ আগস্ট ২০২২, ১৩:৩০

মজুরি ৩০০ টাকায় উন্নীত করার দাবিতে টানা নবম দিনের মতো ধর্মঘট চালিয়ে যাচ্ছেন চা শ্রমিকরা। আন্দোলনের অংশ হিসেবে আজ রবিবার সকাল থেকে তারা হবিগঞ্জের জগদিশপুর পয়েন্টে মুক্তিযোদ্ধা চত্বরে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন।
জানা গেছে, ১২০ টাকা থেকে মজুরি বৃদ্ধি করে ৩০০ টাকা করার দাবিতে চা শ্রমিকরা গত ৮ আগস্ট থেকে কর্মসূচি চালিয়ে আসছেন। এরপর ১৩ আগস্ট থেকে তারা অনির্দিষ্টকালের ধর্মঘটে রয়েছেন। গতকাল শনিবার এক বৈঠকে মজুরি ১৪৫ টাকা করার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু তা প্রত্যাখ্যান করে শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
আজ সকাল থেকে হবিগঞ্জের বিভিন্ন চা বাগানের শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কের জগদিশপুর পয়েন্ট মুক্তিযোদ্বা চত্বরে জড়ো হতে থাকে। পরিস্থিতি সামাল দিতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন রয়েছে। চা শ্রমিকরা বলছেন, দাবি আদায়ের লক্ষ্যে তারা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছেন।