কুয়াকাটায় ধরা পড়লো ৫ মণ ওজনের পাখি মাছ

পটুয়াখালী সংবাদদাতা
  ১০ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৩

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে গুড়া মাঝি নামে এক জেলের জালে ধরা পড়েছে ৫ মণ ওজনের ৩টি সেইল ফিস বা পাখি মাছ।  
স্থানীয় বাজারে এ মাছের চাহিদা না থাকায় শুক্রবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ ৩টি নিয়ে আসা হয়।  ‘মৃধা ফিস’ আড়ৎ এর জাহিদ মিয়া মাছগুলো ২০ হাজার টাকায় কিনেন।  


বাঁশখালির ‘আল্লাহর দয়া’ ট্রলারের গুড়া মাঝি জানান, গত বৃহস্পতিবার বঙ্গোপসাগরের ‘ছয় বাম’ এলাকায় মাছ ৩ টি তাদের জালে ধরা পড়ে। মাছগুলো বড় হওয়ায় তাদের ট্রলারে তুলতে অনেকটা বেগ পেতে হয়েছে। এছাড়া স্থানীয় বাজারে এ মাছের চাহিদা না থাকায় তিনি অনেকটা ক্ষোভ প্রকাশ করেন। 
ক্রেতা জাহিদ মিয়া জানান, এসব এলাকার মানুষের কাছে এ মাছের চাহিদা নেই। মাছগুলো তাই ২০ হাজার টাকায় ক্রয় করেছি। এগুলো কেটে চট্রগ্রাম পাঠানো হয়েছে। 
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সেইল ফিস মূলত দ্রুতগামী মাছ। এসব মাছ গভীর সাগরে বিচরণ করে।