অসুস্থ সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে সিলেট থেকে হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

নিজস্ব সংবাদদাতা
  ১২ জুন ২০২৪, ১২:২১

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে হেলিকপ্টারে করে ঢাকা সিএমএইচে নেওয়া হয়েছে। ১১ জুন (মঙ্গলবার) দুপুর ২টার দিকে সিলেট সদর উপজেলা পরিষদে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে সিলেট সিএমএইচে ভর্তি করানো হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে তাকে হেলিকপ্টার করে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
এসব তথ্য নিশ্চিত করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সাবেক স্টাফ কর্মকর্তা তাইনুল ইসলাম আসলাম।
তিনি  বলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী সিলেট সদর উপজেলার একটি অনুষ্ঠানে অংশ নেন। পরে টিলাধসের স্থান পরিদর্শন করেন। প্রচুর হেঁটেছেনও। গরম আর ডায়াবেটিক মিলে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন।
পরে তাকে প্রথমে সিলেট সিএমএইচে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা দিয়ে কিছুটা সুস্থ হলে তাকে ৫টা ৪৫ মিনিটের দিকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়।
সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুজাত আলী রফিক বলেন, দুপুর ২টার দিকে উপজেলা পরিষদের প্রথম সাধারণ সভা চলাকালীন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সিলেট সিএমএইচে ভর্তি করানো হয়।