কোটা পুনর্বহাল

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদন ঢাবির ২ শিক্ষার্থীর 

ডেস্ক রিপোর্ট
  ০৯ জুলাই ২০২৪, ২০:৪৮

কোটা পুনর্বহাল–সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থী। আবেদন করার জন্য হলফনামার অনুমতি চেয়ে আজ মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন তাঁরা। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. আশফাকুল ইসলাম হলফনামা করার অনুমতি দেন।
আবেদনকারী শিক্ষার্থীরা হলেন- ঢাবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আল সাদী ভূঁইয়া এবং উর্দু বিভাগের শিক্ষার্থী আহনাফ সাঈদ খান। তাঁরা কোটাপদ্ধতির সংস্কারপন্থী হিসেবে পরিচিত।
আদালতে দুই শিক্ষার্থীর পক্ষে শুনানি করেন- জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক। সঙ্গে ছিলেন আইনজীবী এম হারুনুর রশীদ খান।
অনুমতির পর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদনটি দায়ের করা হয়েছে বলে জানান আইনজীবী এম হারুনুর রশীদ খান। তিনি বলেন, আজ চেম্বার আদালতে আবেদনের ওপর শুনানি হবে।