কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা পঞ্চম দিনের মতো বিক্ষোভ মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছেন। শুক্রবার (১২ জুলাই) বিকাল ৫টা ২০ মিনিটে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। এরফলে গত কয়েক দিনের মতো আজও বিভিন্ন গন্তব্যের উদ্দেশে রওনা হওয়া লোকজন ভোগান্তিতে পড়েছেন। বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে হাঁটতে হচ্ছে যাত্রীদের।
এরআগে বিকাল ৪টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও ডিপার্টমেন্টের ব্যানারে স্লোগান ও মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হতে থাকেন তারা। এসময় তারা কোটা সংস্কারের দাবিতে নানান স্লোগান দিতে থাকেন।
এরপর বিকাল ৪টা ৫০ মিনিটে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে হলপাড়া, ভিসি চত্বর ও রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ মোড় অবরোধ করেন। আন্দোলনকারীদের সূত্রে জানা গেছে, তারা এখানে আধা ঘণ্টা অবস্থান করবেন।
শাহবাগ মোড় অবরোধের পর বাংলামোটরের দিকে যেতে চাইলে পুলিশকে শক্ত অবস্থান নিতে দেখা যায়। গতকাল বৃহস্পতিবার আন্দোলনকারীরা পুলিশের বেরিকেড ভেঙে গেলেও আজ তারা শাহবাগ মোড় থেকে সামনে এগোতে দেখা যায়নি। ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অন্যান্য দিন রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবরোধ করলেও আজ শুধু শাহবাগেই এ কর্মসূচির কথা জানা গেছে।
এরআগে বৃহস্পতিবার রাত ৯টায় ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির চতুর্থ দিনের সমাপনী বক্তব্যে সারা দেশে আন্দোলনকারীদের পুলিশি হামলার বিচার দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘোষণা করেন।
এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের আজও হুঁশিয়ারি দিয়ে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ‘আদালতের আদেশ মেনে চলার জন্য বাধ্যবাধকতা রয়েছে। আইনশৃঙ্খলা ভঙ্গজনিত কোনও কার্যক্রম কেউ যদি করে, তবে সেটি বরদাশত করা হবে না।’ আজ দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।