কোয়ারি থেকে পাথর উত্তোলন চালুর দাবিতে সিলেটে ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। আজ ৩১ অক্টোবর (সোমবার) সকাল ৬টা থেকে এই ধর্মঘট শুরু হয়।
সিলেট বিভাগীয় ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এই ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘট চলাকালীন সময়ের মধ্যে দাবি না মানলে পুরো সিলেট বিভাগে ধর্মঘট ডাকার হুঁশিয়ারিও দেয়া হয়েছে।
এদিকে, ৩০ অক্টোবর (রোববার) বিকালে জেলা প্রশাসক মো. মজিবুর রহমানের সঙ্গে পরিবহন শ্রমিক নেতাদের বৈঠকেও পরও ধর্মঘটের সিদ্ধান্ত স্থগিত হয়নি। বৈঠকে এ বিষয়ে কোন সুরাহাও হয়নি।
বিভাগীয় ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা জানিয়েছেন, জেলা প্রশাসকের সঙ্গে সভায় কোনো সিদ্ধান্ত না আসায় পূর্বঘোষিত কর্মসূচিতে অনড় আছেন তারা।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ বলেন, এক সপ্তাহ অথবা ১৫ দিনের মধ্যেও যদি দাবি মানার আশ্বাস দিতো, তাহলেও আন্দোলন স্থগিত রাখতাম। আপাতত ৪৮ ঘণ্টা আমরা পণ্য পরিবহন বন্ধ রেখে ধর্মঘট পালন করবো। দাবি মানা না মানলে আরও কঠোর ঘোষণা আসবে।
সিলেটের জেলা প্রশাসক মজিবুর রহমান জানান, কোয়ারি থেকে পাথর উত্তোলনের দাবির প্রেক্ষিতে খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। ৩ নভেম্বর এই কমিটির সদস্যরা সিলেটের কোয়ারিগুলো পরিদর্শনে আসবেন। তারা সরেজমিনে পরিদর্শন করে দেখবেন পাথর উত্তোলনের যৌক্তিকতা আছে কি না। তাদের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।