৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।
সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে প্রথমে বিএনপির জ্যেষ্ঠ নেতারা এবং পরে দলের সহযোগী সংগঠনের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে মোনাজাতে অংশ নেন বিএনপির নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন ও মোনাজাতের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, আমান উল্লাহ আমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মো. আব্দুস সালাম, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, মীর সরফত আলী সপু, মীর নেওয়াজ আলী নেওয়াজ, কৃষিবিদ গোলাম হাফিজ কেনেডি, শামীমুর রহমান শামীম, আমিনুল হক, আমিনুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
জ্যেষ্ঠ নেতাদের পর ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, মৎস্যজীবী দল, জাসাস, কৃষকদল, শ্রমিক দল, ওলামা দল, জিয়াউর রহমান ফাউন্ডেশন, ইউট্যাব, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এমট্যাবসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম, রফিক হাওলাদার, ডা. জাহেদুল কবির জাহিদ, সর্দার মো. নুরুজ্জামান, মৎস্যজীবী দলের রফিকুল ইসলাম মাহাতাব, মো. আব্দুর রহিম, তরিকুল ইসলাম মধু, নাদিম চৌধুরী, কৃষকদলের হাসান জাফির তুহিন, মো. মোশাররফ হোসেন, তকদির হোসেন জসিম, ওলামা দলের শাহ মোহাম্মদ নেছারুল হক, অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার, কাজী মো. সেলিম রেজা, হাফেজ মাসুম বিল্লাহ, তাঁতী দলের আবুল কালাম আজাদ, মজিবুর রহমান, রানা, মহিলা দলের হেলেন জেরিন খান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, প্রকৌশলী হাসিন আহমেদ, ডা. মাসুদ আখতার জীত, প্রকৌশলী মাহবুব আলম, অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, কেএম ওয়াহিদুজ্জামান চুন্নু, প্রকৌশলী আইয়ুব হোসেন, প্রকৌশলী রাকিবুল হাসান চৌধুরী, ড্যাবের অধ্যাপক ডা. হারুন আল রশিদ, ডা. মো. আব্দুস সালাম, ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা. ফখরুজ্জামান ফখরুল, ডা. সায়ীদ মেহবুব উল কাদির, ডা. পারভেজ রেজা কাকন, ইউট্যাবের অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. আব্দুল করিম, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক মো. আল আমিন, অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান স্বপন, অধ্যাপক ড. মো. কামরুল আহসান, অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, ছাত্রদলের কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, রাশেদ ইকবাল খান, আবু আফসান মো. ইয়াহিয়া, তবিবুর রহমান সাগর, মাহবুব মিয়া উপস্থিত ছিলেন।