বনশ্রীতে মুদি দোকানী হত্যা

হাসিনা-রেহানা-জয়-পুতুলের বিরুদ্ধে মামলার আবেদন

ডেস্ক রিপোর্ট
  ২৮ আগস্ট ২০২৪, ১২:৫৩

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বনশ্রীতে মুদি দোকানী মিজানুর রহমান পুলিশের গুলিতে নিহতের হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা, ছেলে সজিব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ৩১ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়।
আজ বুধবার নিহতের বাবা কামাল হোসেন এ মামলা করেন। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহাবুবুল হকের আদালত এ আবেদনের উপর শুনানি হবে।
মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জুনায়েদ আহমেদ পলক, শেখ ফজলে নূর তাপস, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আমির হোসেন আমু, ব্যারিস্টার সায়েদুল হক সুমন, ব্যারিস্টার সাজ্জাদ হোসেন, র‌্যাবের মহাপরিচালক, বিজিপির মহাপরিচালক, পুলিশের চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান, সৈয়দ নুরুল ইসলাম, হারুন-অর-রশিদ, বিপ্লব কুমার সরকার ও সাদ্দাম হোসেন।
প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে গত ১৯ জুলাই বিকেল ৩ টার দিকে খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকায় পায়ে গুলি লেগে গুলিবিদ্ধ হন মিজানুর রহমান। পরে তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অতিরিক্ত রক্তক্ষরণে ৫ টা ৪০ মিনিটের দিকে মারা যান তিনি।