মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রসচিব এম জসীম উদ্দিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এখন ঢাকায়। তবে ঢাকা আসার আগে তিনি দিল্লি সফর করেন। ডোনাল্ড লুর দিল্লি সফরে বাংলাদেশের বিষয়ে আলোচনা হয়েছে কি না- এমন প্রশ্ন ছিল পররাষ্ট্রসচিব এম জসীম উদ্দিনের কাছে।
জবাবে পররাষ্ট্রসচিব বলেন, ‘বাংলাদেশে ভারতের দূতাবাস আছে, ভারতেও আমাদের দূতাবাস আছে। আমরা যদি দুই দেশের দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে কোনো আলোচনা করতে চাই, সেটাই আমাদের প্ল্যাটফর্ম।’
রোববার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি ও দিল্লিতে বাংলাদেশ-ভারত নিয়ে ডোনাল্ড লুর কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন, ‘আপনি যেসব বিষয় বললেন, আমার সঙ্গে বৈঠকে এ নিয়ে কোনো আলোচনা হয়নি।’