আন্দোলন দমনে ভিনদেশি বাহিনী ব্যবহারের অভিযোগ রিজভীর

ডেস্ক রিপোর্ট
  ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫০

ছাত্র-জনতার আন্দোলন দমাতে ভিনদেশি বাহিনীকে দেশে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আগে কথা বলার স্বাধীনতা ছিল না, অন্তর্বর্তী সরকারের সময়ে সেই স্বাধীনতা রয়েছে।
ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শোকাহত পরিবারকে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর মাতুয়াইলে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত আর্থিক সহায়তা দান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ছাত্র আন্দোলন দমাতে পুলিশের পোশাকে হিন্দিভাষীরা গুলি চালান
আন্দোলনে নিহত ৭০৮ জনের তালিকা প্রকাশ করলো সরকার
বৈষম্যবিরোধী গণআন্দোলন চলাকালে রাজধানীতে গুলিতে সৈকত চন্দ্র দে ও পারভেজ নিহত হন। এই দুই পরিবারকে তারেক রহমানের নির্দেশে সমবেদনা ও আর্থিক সহযোগিতা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।
এসময় রিজভী বলেন, এখন অন্তর্বর্তী সরকারের বিপক্ষে কেউ কথা বললে তাকে আয়নাঘরে যেতে হয় না। এমন পরিবেশের জন্যই বিএনপি আন্দোলন করেছে।
বিদ্যুতের ঘাটতি প্রসঙ্গে তিনি বলেন, শুধুমাত্র ভারতকে খুশি করতেই নিম্নমানের যন্ত্রপাতি এনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে।