একান্ত বৈঠকে জিএম কাদেরকে রওশন এরশাদ

ভালোভাবে দল চালাও

নিজস্ব প্রতিবেদক
  ২৯ নভেম্বর ২০২২, ১৩:৫৭

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ও চেয়ারম্যান জিএম কাদেরের মধ্যে বিরোধের মেঘ কাটতে শুরু করেছে। সদ্য দেশে ফেরা ভাবি রওশনের সঙ্গে দেবর কাদেরের একান্ত বৈঠক হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে আধা ঘণ্টাব্যাপী এ বৈঠক হয় ঢাকার স্থানীয় একটি হোটেলে। ব্যাংকক থেকে চিকিৎসা শেষে দেশে ফেরা রওশন এরশাদ ওই হোটেলেই অবস্থান করছেন।
বৈঠকে রওশন কাদেরকে বলেন, ‘ভালোভাবে দল চালাও, পাশে আছি। সব ঠিক হয়ে যাবে।’
বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, পার্টির প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু।
পরে এমপি বাবলা বলেন, এটা দেবর-ভাবির বৈঠক। অত্যন্ত আন্তরিক ও সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে। রওশন এরশাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন জিএম কাদের। রওশন এরশাদ জিএম কাদেরকে বলেছেন, 'ভালোভাবে দল চালাও। তোমার প্রতি আমার দোয়া ও বিশ্বাস আছে। আমি পাশে আছি। সবকিছু ঠিক হয়ে যাবে'।
রওশন এরশাদের ডাকা কাউন্সিলও আর হবে না বলে জানান বাবলা। তিনি বলেন, বরফ গলে গেছে। দেবর ভাবির বিভেদ মিটে গেছে। আর বহিষ্কৃতদেরকেও আমরা দলে ফিরিয়ে আনার চেষ্টা করব।
রওশন এরশাদের সঙ্গে তার ছেলে সাদ এরশাদ এমপি উপস্থিত ছিলেন।