আন্দোলনকালে শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র

মানবাধিকার কমিশন
ডেস্ক রিপোর্ট
  ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২১:১৭

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শিশুদের মৃত্যুর ঘটনাগুলো দুর্ভাগ্যজনক এবং মানবাধিকারের লঙ্ঘন। রাষ্ট্রের দায়িত্ব ছিল সবাইকে নিরাপত্তা প্রদান করা, যা করতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেছেন, রাষ্ট্রকে প্রতিটি ঘটনা পৃথকভাবে গুরুত্ব দিয়ে বিবেচনা করে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে শিশু সুরক্ষা ও নিরাপত্তায় সব ধরনের উদ্যোগ গ্রহণ করতে হবে।
রোববার (২৯ সেপ্টেম্বর) কারওয়ান বাজারে জাতীয় মানবাধিকার কমিশনের সভাকক্ষে শিশু অধিকার ও শিশুশ্রম বিষয়ক থিমেটিক কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উল্লেখযোগ্য সংখ্যক শিশুর মৃত্যুতে গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করা হয়। উপস্থিত সবাই ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের আত্মার প্রতি সম্মান প্রদর্শন করে তাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
কমিশনের সদস্য ড. তানিয়া হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদস্য কংজরী চৌধুরী, অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির প্রমুখ।