কোনো তাঁবেদার দিল্লির গোলামকে জনগণের ওপর রাজত্ব করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী নগরীর ভুবনমোহন পার্কে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
ছাত্র-জনতার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী ‘সন্ত্রাসীদের’ গুলিতে নিহতদের পরিবারের সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠানের আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’।
রুহুল কবির রিজভী বলেন, ‘শেখ হাসিনার আমলে কীসের উন্নয়ন হয়েছে? তার আমলে ১৮ লাখ ৩৫ হাজার কোটি লোন করা হয়েছে। ১৭ লাখ ৩৭ হাজার কোটি টাকা পাচার করেছেন। এটা কীসের উন্নয়ন! তিনি তার লোকজনদের বিদেশে কালো টাকা পাচার করতে দিয়েছেন। শেখ হাসিনার মদতে লুট করার সুযোগ দেওয়া হয়েছিল।’
ভারতের উদ্দেশে রাকসুর সাবেক এই ভিপি বলেন, ‘শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন ভালো কথা। তবে আশ্রয় দিয়ে তার কথামতো বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল কিছু করতে চাইলে আখের ভালো হবে না। অন্য কোনো দেশ থেকে প্রেসকিপশন দিয়ে ক্ষমতায় রাখা যাবে না।’
তিনি বলেন, ‘শেখ হাসিনাকে টিকে রাখতে যেসব আমলা, ডিসি, সচিবরা চেষ্টা করেছিলেন তারা তো নিশ্চয়ই আছেন। তারা কাজ করছেন। বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। তারা সংস্কারের কথা বলছেন। এসব প্রেতাত্মারা যদি থেকে থাকেন তবে যে সংস্কারের কথা বলছেন সেটি বাস্তবায়ন হবে না।’
রাজশাহী নগর বিএনপির আহ্বায়ক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে ও সদস্যসচিব মামুন-অর-রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপিসহ এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।