বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে ছাত্রলীগের হামলা ও সহিংসতার ঘটনায় মামলা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
রোববার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে হাসনাত আব্দুল্লাহ একটি পোস্ট দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের পদক্ষেপকে স্বাগত জানিয়ে পোস্টে তিনি লিখেছেন, ‘আমাদের দাবির পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ১৫ জুলাই হতে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত সহিংস ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থার আওতায় নিয়ে আসার জন্য উপাচার্য কর্তৃক একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠিত হয়েছে। এই পদক্ষেপকে স্বাগত জানাই।’
‘তবে বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপ ছাড়াও আমরা আমাদের জায়গা থেকে মামলা করা অব্যাহত রাখব। আপনারাও আপনাদের নিজেদের ক্যাম্পাসে ছাত্রলীগের গুণ্ডাদের বিরুদ্ধে মামলা করা অব্যাহত রাখুন। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে আর কোনো নিপীড়কের ঠাঁই হবে না’ বলেও পোস্টে লিখেন তিনি।
এদিকে, ২০২৪ সালের ১৫ জুলাই হতে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত সহিংস ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থার আওতায় নিয়ে আসার জন্য একটি সত্যানুসন্ধান কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
চার সদস্যদের ওই কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।