মুন্সীগঞ্জে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর তৃতীয় জানাজা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
  ০৬ অক্টোবর ২০২৪, ১৩:২২

মুন্সীগঞ্জে সাবেক রাষ্ট্রপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে এ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
পরে সেখান থেকে সাবেক রাষ্ট্রপতির মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি মজিদপুর দয়হাটায়। সেখানে বাদ জোহর চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।