
নিউ ইয়র্ক সিটির আগাম ভোটের শেষ দিন রবিবার কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
ওই দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগের সময় থাকলেও ভোটাররা নিজেদের পছন্দমতো সময়ে পরিবার, পরিজন ও বন্ধু-স্বজন নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।
নিজেদের পছন্দের মেয়র, অ্যাসেম্বলিম্যানসহ একাধিক পদে জনপ্রতিনিধি বাছাইয়ে গত ২৫ অক্টোবর থেকে শুরু হয় ৯ দিনব্যাপী আগাম ভোট। ওই সময়ের মধ্যে নিজেদের পছন্দের প্রার্থীর জয় নিশ্চিত করতে আগাম ভোট দিয়েছেন রেকর্ড ৫ লাখ ৮৪ হাজারের বেশি ভোটার, যা গত নির্বাচনের দেওয়া ভোটের প্রায় পাঁচ গুণ।
আগাম ভোট দেওয়ার শেষ দিন রবিবার সকাল থেকেই ক্রমান্বয়ে কেন্দ্রগুলোতে বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি।
নিউ ইয়র্ক সিটির পাঁচটি বরোতে বাস করেন প্রায় ৯ মিলিয়ন বা ৯০ লাখ বাসিন্দা। এর মধ্যে ভোটারের সংখ্যা প্রায় সাড়ে ৫ মিলিয়ন বা ৫৫ লাখ।
নিউ ইয়র্কের গণমুখী উন্নয়নে নিজেদের মতামত প্রকাশ করতেই এবারের ভোটে তারুণ্যের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
এবারের নির্বাচনে বাংলাদেশি অ্যামেরিকানদের অংশগ্রহণ তুলনামূলকভাবে বেড়েছে বলে দাবি করেছেন কমিউনিটির নেতারা।
এ নির্বাচনে অধিকার আদায়সহ নিজেদের মূল ধারার অ্যামেরিকানদের সঙ্গে সম্পৃক্ত করতে মেধাবী তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে ভোটাধিকার প্রয়োগের ওপর গুরুত্ব দিয়েছেন ভোটাররা।
নিউ ইয়র্ক সিটির চূড়ান্ত ভোট গ্রহণ হবে মঙ্গলবার।