নাগরিকদের মধ্যে স্বস্তি ফেরানোর অঙ্গীকার জোহরান মামদানির

ডেস্ক রিপোর্ট
  ০৩ নভেম্বর ২০২৫, ১৪:৫২


নিউইয়র্কবাসীর জীবনযাত্রার ব্যয় লাগামহীনভাবে বেড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে নিয়ে মেয়র প্রার্থী জোহরান মামদানি প্রতিশ্রুতি দিয়েছেন— শহরটিকে আবারও সবার নাগালের মধ্যে ফিরিয়ে আনবেন। যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল নগরীর আসন্ন মেয়র নির্বাচনে সবচেয়ে আলোচিত প্রার্থীদের একজন এই ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিক।
সাম্প্রতিক এক প্রচারণা ভিডিওতে জোহরান মামদানি আরবি ভাষায় মধ্যপ্রাচ্য ও মুসলিম অভিবাসীদের উদ্দেশে বলেন, “হ্যালো, আমি জোহরান মামদানি, নিউইয়র্ক সিটির পরবর্তী মেয়র হওয়ার জন্য মাঠে নেমেছি।”
হালকা রসিকতার সুরে তিনি যোগ করেন, “হয়তো এখন আমি আপনার দামেস্ক থেকে আসা শ্যালকের মতো শোনাচ্ছি, কিন্তু আমার আরবি নিয়ে আরও কাজ করতে হবে।”
নিজেকে সমাজবাদী প্রার্থী হিসেবে পরিচয় দিয়ে মামদানি বলেন, “নিউইয়র্ক এখন এমন এক শহর হয়ে গেছে, যেখানে বাস করা অনেকের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে। মেয়র হিসেবে আমি ২০ লাখেরও বেশি মানুষের জন্য ভাড়া নিয়ন্ত্রণ করব, দ্রুতগামী ও বিনামূল্যে বাস সেবা নিশ্চিত করব এবং সর্বজনীন শিশুযত্ন চালু করব।”
তার প্রতিশ্রুতি, “আমি সর্বশক্তি দিয়ে কাজ করব, যাতে আপনি ছোট ব্যবসা চালিয়ে যেতে পারেন, ভাড়া পরিশোধ করতে পারেন এবং এই শহরেই নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন।”
ভিডিও বার্তার শেষাংশে মামদানি বলেন, “আমি আপনাদেরই একজন, এবং আমি কাজ করব শুধুমাত্র আপনাদের জন্য।”
৩৪ বছর বয়সী জোহরান মামদানি ভারতীয় বংশোদ্ভূত; তার মা রামা সুয়াজি সিরীয় বংশোদ্ভূত। আসন্ন মেয়র নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন নিউইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়ার সঙ্গে।