ইলিনয়ের গভর্নর জে বি প্রিটজকার অভিযোগ করেছেন, ট্রাম্প প্রশাসন শিকাগোতে ‘সামরিক ধাঁচের অভিযান’ চালিয়েছে। তার দাবি, অভিবাসন কর্মকর্তারা ভয়-ভীতি ও দমননীতির কৌশল ব্যবহার করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছেন। এমনকি একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালাতে ব্ল্যাক হক হেলিকপ্টার পর্যন্ত ব্যবহার করা হয়েছে।
এবিসি নিউজ জানায়, স্টেট ও শিকাগো সিটি যৌথভাবে ন্যাশনাল গার্ড মোতায়েন ঠেকাতে মামলা দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী অভিযানের কড়া সমালোচনা করেন প্রিটজকার।
সংবাদ সম্মেলনে প্রিটজকার বলেন, ‘স্পষ্ট করে বলতে চাই, ডনাল্ড ট্রাম্প আমাদের সৈন্যদের রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। দেশের শহরগুলোকে সামরিক ঘাঁটিতে পরিণত করার এই বেআইনি প্রচেষ্টায় তারা কেবল পুতুলে পরিণত হচ্ছেন।’
নিজের বক্তব্যের সমর্থনে ইলিনয়ের গভর্নর জে বি প্রিটজকার বলেন, শিকাগোর সাউথ শোর এলাকায় গত সপ্তাহে আইস কর্মকর্তারা একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালান।
তিনি দাবি করেন, ফেডারেল কর্তৃপক্ষ হাই-ডেফিনিশন ক্যামেরায় অভিযানটি ধারণ করে পরে তা সামাজিক মাধ্যমে প্রচারের জন্য ব্যবহার করেছে।
তিনি অভিযোগ করেন, ‘সেনারা ব্ল্যাক হক সামরিক হেলিকপ্টার ও শতাধিক অস্ত্রসজ্জিত এজেন্ট নিয়ে অভিযান চালিয়েছে। গভীর রাতে, যেন ক্যামেরার জন্যই, সশস্ত্র ফেডারেল কর্মকর্তারা ব্ল্যাক হক হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে নেমে অ্যাপার্টমেন্টের ছাদে প্রবেশ করেন।
গভর্নরের অভিযোগ, ট্রাম্প প্রশাসন পরিকল্পিতভাবে ভয় ও বিভ্রান্তি তৈরি করছে, যাতে সাধারণ মানুষকে মনে হয় শান্তিপূর্ণ বিক্ষোভকারীরা আসলে দাঙ্গাকারী।
অপরদিকে, ডিএইচএসের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ট্রিসিয়া ম্যাকলাফলিন বিবৃতিতে বলেন, ‘যদি জে বি প্রিটজকার সত্যিই নিজের শহরের রাস্তায় বের হতেন, তাহলে তিনি দেখতেন—দেশীয় সন্ত্রাসী ও দাঙ্গাবাজরা কীভাবে পুলিশদের ওপর হামলা চালাচ্ছে। সহিংস অপরাধের এই পরিস্থিতি আসলে তাঁর নিজের নীতিরই ফল।’
সোমবার সকালে দায়ের করা মামলায়, বিচারককে শিকাগোতে ট্রাম্প প্রশাসনের সামরিক সেনা মোতায়েন বন্ধ করার জন্য অনুরোধ করা হয়েছে।