নিউইয়র্কে আবারো সাবওয়ে ট্রেনে দূর্বৃত্তের হামলার শিকার বাংলাদেশি যুবক

ডেস্ক রিপোর্ট
  ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৫

আবারো নিউইয়র্কের সাবওয়ে ট্রেনে দূর্বৃত্তের হামলার শিকার হয়েছেন মুকিতুল ইসলাম নামে এক বাংলাদেশি-আমেরিকান যুবক। বুধবার বেলা ১২ টার দিকে জ্যামাইকা থেকে ই ট্রেনযোগে ম্যানহাটনে যাওয়ার পথে কুইন্স প্লাজা সাবওয়ে স্টেশনে মুকিতুলের ওপর হামলা চালিয়ে পালিয়ে যায় ওই দূর্বৃত্ত।
হামলার শিকার মুকিতুল ইসলাম জানান, লন্ডন থেকে আসা এক স্বজনকে নিয়ে বুধবার তিনি সাটফিন ব্লু-বার্ড থেকে ই ট্রেনে ম্যানহাটনের ফিফটি থ্রী লেক্সিন্টনে যাচ্ছিলেন। ট্রেনটি কুইন্স প্লাজায় গিয়ে থামার পর হঠাৎ এক যুবক এসে তার মুখে কিল-ঘুষি মারতে থাকে। কোন কিছু বুঝে ওঠার আগেই ওই যুবকটি পালিয়ে যায়। তার ধারণা যুবকটি মেক্সিকান হতে পারে। এ ঘটনার পর ৯১১ এ কল দিলে পুলিশ ও ইমার্জেন্সী টিম এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় হাসপাতালে। হামলায় তার নাক চোখে গুরুতর আঘাত লাগে।

 

তথ্যসূত্র:টাইম টিভি