নিউ ইয়র্কে অ্যাসেম্বলিওম্যান হিসেবে লড়া বাংলাদেশি কে এই মেরী জোবাইদা?

ডেস্ক রিপোর্ট
  ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৫৪
আপডেট  : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৫৬

নিউ ইয়র্ক স্টেইটের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ থেকে ডেমোক্র্যাটিক পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি অ্যামেরিকান মেরী জোবাইদা।
এস্টোরিয়া ও লং আইল্যান্ড সিটি থেকে তিনি নির্বাচন করছেন।
লং আইল্যান্ড সিটিতে শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেন এ প্রার্থী।

কে এই মেরী জোবাইদা?
মেরী ফর অ্যাসেম্বলি ডটকমে প্রকাশিত তথ্য অনুযায়ী, মেরী জোবাইদার জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশের একটি গ্রামে। তিনি ২০০১ সালে নিউ ইয়র্কে পাড়ি জমান।
এতে উল্লেখ করা হয়, অ্যামেরিকায় মেরীর শিক্ষাজীবন শুরু হয় লাগোয়ার্ডিয়া কমিউনিটি কলেজে। তিনি এনওয়াইইউ থেকে স্কলারশিপের সঙ্গে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ওয়েবসাইটে জানানো হয়, ছাত্রজীবন থেকেই মেরী রাজনৈতিক অঙ্গনে জড়িত। তিনি ছিলেন লাগোয়ার্ডিয়া কমিউনিটি কলেজের স্টুডেন্ট গভর্নমেন্ট ভাইস প্রেসিডন্ট এবং সিটি ইউনিভার্সিটি স্টুডেন্ট সিনেটের প্রতিনিধি।
এতে বলা হয়, অতীতে মেরী সবসময় সামাজিক ও অর্থনৈতিক মুক্তির আন্দোলনে সচল ছিলেন। পরিবেশ ও অভিবাসীদের দাবি নিয়ে তিনি আলবানিতে অ্যাডভোকেসি করেছেন অনেকবার। যেকোনো ধর্মীয় পোশাক পরে কাজ করার অধিকারের বিলটি যখন পাস হয়, মেরী তখন দুই সন্তান নিয়ে সিনেটের ফ্লোরে।
মেরী ওবামা ফর অ্যামেরিকা, বিল থমসন ফর মেয়র এবং বিল দ্যা ব্লাজিওর ২০১৩ সালের নির্বাচনে সক্রিয় কর্মী ছিলেন।

নির্বাচনি প্রতিশ্রুতি
ওয়েবসাইটে বেশ কিছু নির্বাচনি প্রতিশ্রুতি তুলে ধরেছেন মেরী। সেগুলো হলো সার্বজনীন স্বাস্থ্যসেবা, সবার জন্য আবাসন, জলবায়ু ও পরিবেশবান্ধব পদক্ষেপ, অপরাধবিষয়ক আইন সংস্কার, সবার জন্য বিনা বেতনে কলেজ শিক্ষা, সার্বজনীন প্রি-কে এবং চাইল্ড কেয়ার, কর্মজীবী মা-বাবার ছুটি বাড়ানো, স্কুল ক্যাফেটেরিয়ায় হালাল, নিরামিষ ও কোশার খাবারের সুবিধা এবং অভিবাসীদের অধিকার আদায়।

তথ্যসূত্র:টিবিএন২৪