নিউইয়র্ক সিটিতে বাড়ি ভাড়া সংক্রান্ত ক্রমবর্ধমান সমস্যার মধ্যে ভাড়াটে ও বাড়িওয়ালাদের জন্য নতুন একটি সহায়তা প্রোগ্রাম কার্যকরভাবে কাজ করছে। ‘হোম ফর গুড’ নামে পরিচিত এই প্রোগ্রামটি দুইটি অলাভজনক সংস্থা দ্বারা ২০২৪ সালে চালু হয়। প্রোগ্রামের মূল লক্ষ্য হলো, যেসব ভাড়াটে সময়মতো ভাড়া দিতে পারছেন না, তাদের ঘরে থাকতে সাহায্য করা এবং বাড়িওয়ালাদের আর্থিক ক্ষতি কমানো।
প্রোগ্রামের মাধ্যমে বাড়িওয়ালাদের বকেয়া ভাড়া পরিশোধ করা হয়, ফলে আদালতে যাওয়ার ঝামেলা ও খরচ দুটোই এড়ানো যায়। এছাড়া, ভাড়াটে পরিবারগুলো জরুরি ভাড়া সহায়তা, দীর্ঘমেয়াদী বাসস্থান ভর্তুকি এবং আর্থিক পরামর্শের সুবিধা পায়। ২০২৫ সালের আগস্ট পর্যন্ত প্রায় ৪০০টি পরিবার এই প্রোগ্রামের সুবিধা পেয়েছে এবং ৮০০ জনেরও বেশি নিউইয়র্কবাসীর বাসস্থান নিরাপদ হয়েছে।
এন্টারপ্রাইজ কমিউনিটি পার্টনার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাবা হালম জানান, হোম ফর গুড’ প্রোগ্রাম ভাড়াটে ও বাড়িওয়ালাদের জন্য এক জয়-জয় পরিস্থিতি তৈরি করেছে। এটি নিউইয়র্ক শহরের বাসস্থানের স্থিতিশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রোগ্রামের অংশীদারদের মধ্যে রয়েছে এন্টারপ্রাইজ কমিউনিটি পার্টনার্স, রাইজবোরো কমিউনিটি পার্টনারশিপ, এল+এম ডেভেলপমেন্ট পার্টনার্স, হেল্প ইউএসএ, মেইকম্ব ক্যাপিটাল, এবং ট্রিনিটি চার্চ। বাড়িওয়ালারা শুধুমাত্র প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে অর্থ প্রদান করেন, যা তাদের আর্থিক ঝুঁকি কমায়।
এই প্রোগ্রামের মাধ্যমে এক মিলিয়নেরও বেশি ডলার বকেয়া ভাড়া পরিশোধ হয়েছে এবং প্রায় ৩ লাখ ডলার বার্ষিক ভর্তুকি সুরক্ষিত হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, এটি শুধু শহরের ভাড়াটে ও বাড়িওয়ালাদের সহায়তা করছে না, বরং নিউইয়র্কে বাসস্থানের টেকসই স্থিতিশীলতার জন্যও মডেল হিসেবে কাজ করছে।