নিউইয়র্কে চ্যারিটি ডিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার

ডেস্ক রিপোর্ট
  ২১ আগস্ট ২০২৫, ১৪:১০

আগামী শনিবার, ২৩ আগস্ট নিউইয়র্কের রিগো পার্কের জয়া পার্টি হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসী সমাজসেবী সংগঠন নি-ইউ-কো ইনক. (NiUKo – Self-Motivated Doers)  এর বার্ষিক চ্যারিটি ডিনার, অ্যাওয়ার্ডস সেরিমনি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই মহতি আয়োজন।
অনুষ্ঠানে উপস্থাপিত হবে সংগঠনের বেশ কয়েকটি চলমান প্রকল্প। এরমধ্যে রয়েছে, হার্ট ফাউন্ডেশন, (মৌলভীবাজার), শমশেরনগর হাসপাতাল, শহীদ ড. আব্দুন নূর ওয়েলনেস সেন্টার, এঞ্জেলস কেয়ার একাডেমি, নিউইয়র্ক এবং আরও কিছু মাইক্রো-লেভেল উদ্যোগ।
প্রধান অতিথি থাকবেন ড. জিয়া উদ্দিন আহমেদ, টেম্পল ইউনিভার্সিটির মেডিসিন ও নেফ্রোলজি বিভাগের অধ্যাপক এবং সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের প্রেসিডেন্ট। অতিথি বক্তাদের মধ্যে থাকবেন—সেলিম চৌধুরী (ঢাকা), প্রফেসর ড. সুধেন্দু বিকাশ দাস (অটোয়া), শাধিন খসরু (লন্ডন) ও ড. মিতা চৌধুরী (নিউইয়র্ক)। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন বাংলাদেশ থেকে আগত শিল্পী সেলিম চৌধুরী এবং নি-ইউ-কো স্বেচ্ছাসেবক দল।
নি-ইউ-কো’র এই বার্ষিক অনুষ্ঠান প্রবাসী সমাজের মানবিক দায়বদ্ধতার এক উজ্জ্বল উদাহরণ। সংগঠনটি আত্মপ্রেরণায় উদ্বুদ্ধ মানুষদের একত্রিত করে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও দারিদ্র্য বিমোচনের মতো ক্ষেত্রে কাজ করে আসছে।
প্রবাসীরা প্রায়ই নিজের ব্যস্ত জীবন ও দায়িত্বের কারণে সমাজের জন্য কিছু করতে পারেন না। কিন্তু নি-ইউ-কো প্রমাণ করেছে, ইচ্ছাশক্তি থাকলে প্রবাসের মাটিতেও দেশের মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠান—প্রতিটি উদ্যোগ প্রবাসীদের মানবিকতার প্রতিচ্ছবি।
প্রধান অতিথি ড. জিয়া উদ্দিন আহমেদের উপস্থিতি এই আয়োজনের মর্যাদা আরও বাড়িয়ে তুলবে। তার জীবনগাথাই প্রমাণ করে, সেবার মাধ্যমে মানুষ কেবল সমাজ নয়, ইতিহাসেও অমর হয়ে থাকে। অন্যদিকে সাংস্কৃতিক পরিবেশনা প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশের সংস্কৃতির সঙ্গে যুক্ত করবে, তাদের শিকড়ের সঙ্গে বন্ধন দৃঢ় করবে।
২৩ আগস্টের এই আয়োজন হবে একসাথে সম্মান, অনুপ্রেরণা এবং মানবিকতার মিলনমেলা। নি-ইউ-কো দেখিয়ে দিচ্ছে—প্রবাসে থেকেও সমাজের জন্য, দেশের মানুষের জন্য, এমনকি মানবতার জন্যও বড় কিছু করা সম্ভব।