নিউইয়র্কে অনুষ্ঠিত হলো প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সাংস্কৃতিক আয়োজন ‘বাংলার মেলা’। যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটির সংগঠন এনওয়াই বাংলা ইনক’র আয়োজনে গত ২১ জুলাই স্থানীয় সময় সন্ধ্যায় কুইন্স প্যালেস মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই মেলা।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা দেশপ্রেম, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি ভালোবাসা প্রকাশ করেন হৃদয় নিংড়ানো আবেগে। শুরুতেই শ্রদ্ধা জানানো হয় ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতি। আয়োজকরা জানান, পূর্বনির্ধারিত শিডিউল থাকায় ও শিল্পীদের আগেই চূড়ান্ত করা থাকায় দুঃখ ভারাক্রান্ত মন নিয়েই আয়োজনটি সম্পন্ন করতে হয়েছে।
অনুষ্ঠানে নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে তরুণ প্রজন্মের অংশগ্রহণ মেলাটিকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলো প্রাণবন্ত লাইভ মিউজিক পরিবেশনা। উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পীরা—রিজিয়া পারভীন, কামরুজ্জামান বাবু, কালা মিয়া, এনিয়া, শাহ মাহবুব, রোজিও আজাদ প্রমুখ। উপস্থাপনায় ছিলেন মিয়া মোহাম্মদ দুলাল ও সোনিয়া।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রশিদ বাবু, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফাহাদ সোলায়মান, নাইম, ডিউক খান, উদ্যোক্তা ঝর্ণা, মনিক রায় চৌধুরীসহ আরও অনেকে।
মেলার মূল পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন এনওয়াই বাংলা ইনকের শফিক মিয়া। তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এই আয়োজন সম্ভব হয়েছে। প্রবাসে থেকেও আমরা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে বুকে ধারণ করি। এই আয়োজন সেই ভালোবাসারই প্রতিফলন।